২০১০ সালের ১লা নভেম্বর দেশরত্ন শেখ হাসিনা ইউ আই এস সি উদ্ভোধন করেন। জন গণের দার গোড়ায় সেবা পৌছে দেওয়ার জন্য তিনি এই ইউ আই এস সি বা তথ্য ও সেবা কেন্দ্র চালু করেন। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে রয়েছে একটি করে তথ্য ও সেবা কেন্দ্র। এই তথ্য ও সেবা কেন্দ্র থেকে জনগন নিজের হাতের কাছে কম খরচে সকল ধরনের সেবা পাচ্ছে।
সেবা সমূহ হল-
১। জন্ম নিবন্ধন
২। কম্পিউটার প্রশিক্ষন
৩। ছবি তোলা
৪। কম্পোজ ও প্রিন্ট
৫। স্ক্যানিং করা
৬। লেমিনেটিং করা
৭। ওজন মাপা
৮। ইন্টারনেট ব্যবহার
১১। ই-মেইল করা