আনসার ও ভিডিপির দায়িত্ব বলতে তারা অত্র ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ইউনিয়ন পরিষদ কে সহায়তা করে থাকে, ইউনিয়নে প্রশিক্ষন প্রাপ্ত প্রায় ২৫০জন দায়িত্ব বান আনসার আছে, এবং তাদের জন্য অত্র ইউনিয়ন পরিষদে একটি রুম আছে তারা সেখানে তাদের ইউনিয়ন দলপতি নিয়মিত অফিস রুমে বসেন।এছাড়া তারা মাঝে মাঝে গ্রামে গভির রাত পর্যন্ত টওল দিতে থাকে তাতে করে গ্রামে চুরি বা আইন শৃঙ্খলার বিনষ্ট হবে এমন কোন কাজ হয না।